মসজিদে সর্বদা থাকে আল্লাহর দৃষ্টি,
মসজিদে গেলেই মনে হয় নতুন ভাবনার সৃষ্টি।
মসজিদ আল্লাহর ঘর অবমাননা করেনা কেউ,
মসজিদে আজান দিলে দেখা যায় জোয়ারের ঢেউ।
মসজিদে চেনা-অচেনা নতুন লোকও আসে,
মসজিদে গেলে মনে হয় ফেরেশতারা হাসে।


মসজিদের আজানের সুর কানে যখন ভাসে,
কাজ বাদ দিয়ে সকলে নামাজে তখনই আসে।
মসজিদের জানালা দিয়ে যে শীতল হাওয়া আসে,
মনে হয়, চন্দ্রের পাশের তারাগুলি উঁকি মেরে হাসে।
মসজিদে সকলের থাকে সমান অধিকার,
ভিক্ষুক সামনে দাড়ালেও পিছনে নেওয়ার সাহস আছে কার?


বিশাল বিশাল লাখপতি,কোটিপতি আর যত ভিক্ষুক আছে,
সকলে সমান সম্মানিত আমার সৃষ্টিকর্তার কাছে।
মসজিদ শান্তির তাই, মসজিদে চলে আসে শান্তির ঘুম,
মসজিদে প্রতিনিয়ত দেখা যায় মানুষের ধুম।
মসজিদে আসে অনেক জ্ঞানী ও বিজ্ঞ জ্যোতির্বিদ,
সর্বদা পূর্ণ থাকে আমাদের মসজিদ।