চাকচিক্যময় সামগ্রীতে ভরপুর তার দেহ,
মরিবার পরে দাফন দিবার ছিল না তাহার কেহ!
ইতিমধ্যে তিনি পরকালে করিলেন গমন,
গলিত আগুনের ভেলকি দেখিনি আগে এমন।


ইহকালে কত সাজ সজ্জায় সজ্জিত তিনি ছিলেন,
পরকালে বিনিময়ে এত শাস্তি কেন পেলেন!
পাপ-পূণ্যের খাতায় অঙ্ক কি ছিল তবে ভুল,
যার বিনিময়ে পরকালে দিতে হচ্ছে মাশুল।


পরকালের আজাব ছাড়ছেনা তার পিছু,
এ-যে ইহকালের ফলাফল করিবার নাই কিছু।
দিনের পথে চলিবার কথা ছিল না তার মনে,
তারই হিসাব নিচ্ছে খোদা এই বিচারের ক্ষণে।


চাকচিক্যময় সামগ্রীতে ভরপুর তার দেহ,
মরিবার পরে দাফন দিবার ছিল না তাহার কেহ!