কত না আনন্দের ক্ষণ,
ছিল হাসি খুশি মন।
ছিল দুরন্ত ছটফট  ক্লান্ত ক্লাস,
ছিল ভালোবাসা একমুঠো গ্লাস।
ছিল শিক্ষক,  ছিল পড়া,
আজ জীবন যে গ্রীষ্মের খড়া।


ছিল সিয়াম,  ছিল প্রীতি,
ছিল লুকানো কত না স্মৃতি।
ছিল পুর্নিমা, ছিল অন্ধকার,
ছিল বন্ধ ব্যাতিত শুক্রবার।
ছিল রেশমা, ছিল নিপারানী,
তাদের থেকে শুনতাম প্রেমের কতনা বাণী।
ছিল নাইম, ছিল ইয়াছিন,
ছিল সাদিয়া, ছিল শারমিন।


ছিল ফারিয়া,  ছিল মিম,
ছিল সাব্বির, ছিল পঁচা ডিম।
ছিল দুরন্ত ছটফট  ক্লান্ত ক্লাস,
ছিল ভালোবাসা একমুঠো গ্লাস।
ছিল শক্ত হাত, ছিল সহপাঠীদের সাথ,
ছিল ক্লান্তি, ছিল হতাশা মেশানো রাত।
ছিল ইমন, ছিল ইমরান,
ছিল ফারিয়া, ছিলনা সিমরান।
ছিল স্বাধীন,  ছিল অপু,
ছিল ভোকেশনালের চালাক তপু।
ছিল সাঈদ,  ছিল  আয়শা,
ছিল কয়েন, ছিল জমানো পয়সা।
ছিল বুষরা, ছিল হৃদয়,
ছিল নিপু, ছিল জয়।


ছিল মাহি, ছিল রিয়া,
ভাব দেখে মন হতো হয়েছে বিয়া।
ছিল পর্দা,  ছিল ঝলক,
যাদের দেখে নিরব মোর পলক।
ছিল শিক্ষক,  ছিল পড়া,
আজ জীবন যে গ্রীষ্মের খড়া।
ছিল আবেগ, ছিল বিবেক,
ছিল পুকুর, ছিল লেক।
ছিল ক্যানভাস, ছিল আড্ডা,
ছিল পল্টন,  ছিল  ঠাট্টা।
ছিল সময়,  ছিল বই,
বন্ধু  তোরা গেলে কই???
ছিল আনন্দ,  ছিল খুনসুটি,
ছিল ফুসকা, ছিল চটপটি।
ছিল সিংগাড়া ছিল খালি পেট,
ছিল ক্লান্তি, আর মুখে চকলেট।
ছিল ভয়, ছিল লজ্জা,
ছিল স্তব্ধ,সাজসজ্জা।


ছিল দুরন্ত ছটফট ক্লান্ত ক্লাস,
ছিল ভালোবাসা একমুঠো গ্লাস।
তোদের মাঝেই ছিল শান্তি,
আজ জীবনে শুধুই ক্লান্তি।
নিরব নিস্তব্ধ ছিলাম শুধু আমি,
ফিরিয়ে দাও সেইদিন করিবো দুষ্টুমি।।