তুমি সেই স্রোতের রানী দক্ষিনা বাতাসিনী,
থাকলেনা চুপটি করে, তবে কি তুমি কাদম্বিনী..?(২)


তোমায় আমি বাসিনি ভালো হৃদয় উজার করে,
তুমি কেন কড়া নাড়ো আমার এই দুয়ারে।(২)


গন্ধরাজের গন্ধ নেই তোমার কেন এত সুগন্ধ,
তোমার গন্ধে মন আনন্দে হয়েছি প্রেমে অন্ধ।।


ব্যাকুল আমি তোমার প্রেমে,গানের ফোয়ারা ছড়াই,
দেরি হলেও যোগ্য হয়ে যেন তোমার পাশে দাড়াই।


তুমি সেই স্রোতের রানী দক্ষিনা বাতাসিনী,
থাকলেনা চুপটি করে, তবে কি তুমি কাদম্বিনী।(২)


তোমার মায়াবী ওই হাসির টানে যায় আমার মন হারিয়ে,
ভালবাসার পুজারী হয়ে দিও আমায় হাত বাড়িয়ে।


হৃদয়ের চিলি কোঠায় তোমার নাম খোদাই করা,
বিশ্বের লাইলি-মজনুর চেয়েও এক বড় দৃষ্টান্ত মোরা।


ভালোবাসায় এমনি ভাবে চুপটি করে রেখ আমায় ধরে,
সময়ের ব্যাবধানে নিও আপনা করে।


তোমায় আমি বাসিনি ভালো হৃদয় উজার করে,
তুমি কেন কড়া নাড়ো আমার এই দুয়ারে।(২)


তুমি সেই স্রোতের রানী দক্ষিনা বাতাসিনী,
থাকলেনা চুপটি করে, তবে কি তুমি কাদম্বিনী..?(২)