মু.প


আইরিন, তোমাকে বলছি শোন।
কতকাল দেখিনা তোমায়,
ভুলে গেছ বোধয় সেসব দিন
আজও অব্যক্ত, অস্পষ্ট যা এখনো
শতক বার বলতে চেয়েও হয়নি বলা
কোন এক অস্পৃশ্য দ্বান্দ্বিক বাধায়, কখনো
আইরিন তোমাকে বলছি শোন।


হৃদয়ের তীব্র ওষ্ঠে,
ঠাঁই হয়নি আমাদের অবোধ প্রেমের।
নিরেট হাতেও পরেনি কোমল পরশ, ঐ হাতের।
শুধু সুডৌল পায়ের সুসৌমন স্পর্শে
হৃদয়ে লেগেছিল শিহরণ কতোক বার,
বুকের গহীনে নিগূঢ় প্রকোষ্ঠে ছুঁয়েছে অজস্র বার,
ঐ সুচারু চপল অধরের প্রগলভ হাসি;
দিনের শেষে রাত্রি যখন জেগেছে নয়নে
আমার কাছে আসি।


একটি অব্যক্ত চিঠি, হারিয়ে ফেলেছি এখন।
দীর্ঘকাল কতোকটা যত্নের পর,
অজান্তে, অজানায় লুকিয়েছে তাও মুখগহ্বর।
প্রণয়ের সুশৌভিক টানে,
মিলনের ঈপ্সিত প্রবল আকাঙ্ক্ষায়
খোদ কিছু চাওয়া-পাওয়ার অভিলাষ অবকাশ পেয়েছিল,
ঐ তুলটে মোড়ানো অনুক্ত কথক ব্যঞ্জনায়।


আঁখির জলেতে ললাট ভাসে,
যে ললাটে কপাল ভাসে, ভাগ্য ভাসেনা।
সে জলে আজও আমি স্বপ্ন খুঁজি, প্রেম খুঁজি
খুঁজে খুঁজে ছুটে চলি, অজানায়..
হৃদয়ের কোমলতার বোতাম টেনে ধরে
আজও বলতে চাই, হ্যাঁ এখনো
আইরিন তোমাকে বলছি শোন।
কতকাল দেখিনা তোমায়,
ভুলে গেছ বোধয় সেসব দিন
আজও অব্যক্ত, অস্পষ্ট যা এখনো।
হৃদয়ের শূন্যতার তীর ধরে
নিরন্তর যেই পথ খোঁজা,
তার শেষ কোথায়, ভেবেছ কি কখনো ?
আইরিন, হ্যাঁ তোমাকেই বলছি শোন।


নদ্দা, ঢাকা
১১ ডিসেম্বর, ২০২১