হে বঙ্গভূমি! কত সুন্দর আহা তুমি।
কিসের মায়াজাল বুনিয়াছ মা তুমি..?
তব ভান্ডারে চাহেযে অধম কান্ডারি
কান্দিয়া মরে বারে বারে এ অনাহারি,
স্নেহ দে মাগো আমিযে তারই ভিক্ষারী।
জন্ম দিয়েছ মা আমি তাই শত ঋণী
তব কূলে জন্মে মাগো হয়েছি যে ধন্যি,
তব অঞ্চল মাগো স্বর্গ থেকেও পূণ্যি।।
তুমি সুন্দর এ্যাতো সুন্দর তা ভাবিনি
তব রূপ এ্যাতো অপরূপ তা বুঝিনি,
তব ফল নদ জল তব অঞ্চল ঐ
দানে প্রাণ টানে মন ভাবায় সর্বই।
তন্নিয়া সপ্ত মহাদেশ ঘুরি যতই
তব স্নেহ মেলেনা মা অন্য কোথায়ই।।