শোভিত বিভা ভরা ওগো মনোহর বিভাবরী,
আজি এ বসন্তে পুষ্পিত সৌরভ পরিছে ঝরি।
প্রাণের ক্ষুধা হৃদয়ের ক্ষুধা উঠিছে আজি জাগি
ওগো প্রিয়তমা! প্রিয়ংবদা বসন্ত বিহারিণী,
আমার সমস্ত ক্ষুধা কাঁদে আজও তোমারি লাগি।


     ওগো বসন্ত! তুমি বলে দাও তারে
     কানে কানে, তৃণসম সুরে;
     আমার এ ব্যথা দিয়ে তার সুধা
     মিটাবে কি ক্ষুধা, নাকি আরও পরে ?
     প্রেমোদ্যানে আ-শিকড় ভেঙ্গে
     যে কিংশুক নিয়ে গেছে ছিঁড়ে,
     তা’ কি আর পুষ্পিত হবে আবার
     এ ক্ষুধার্ত পতিতোদ্যান তীরে ?


বসন্ত, তুমি আসলেই এদেহে জন্ম নেয়
নতুন আবেগ, নতুন আকাঙ্ক্ষা;
জেগে উঠে জমে থাকা পুরনো ক্ষুধা;
প্রতি বসন্তই কেটে যায় উদাসীন গবাক্ষ পারে।।