ছন্দঃ মাত্রাবৃত্ত-৪


চাহিলাম তার কাছে কোলঘেঁষে বসে,
কহিলেন বধূ, একি বলছেন শুধু শুধু।
আপনাতে অনীহার ভাবজাগে প্রতিবার,
হায়, একি দুর্ভাগ্য আমার।
বলিলাম বধূ, সেকি !
সেলিমের বউ যাহা, তুমিওকি তাহা ?
কহিলেন বধূ, সেতো বুঝিনে;
প্রতিবেশী সুরুজের মুখ কেন ভেসে উঠে কল্পনে ?
যত করি আঘাত, সে তার বেশী করে প্রতিবাদ।
অর্থতো দিয়েইছো, কাপড়ও অনেক;
তাই বলে তৃপ্ত কিগো করেছ কামদেব ?
কহিলাম বধূ, ক্ষমা কর শুধু; এবার চলিব শুধরায়।
ক্রুর হাসি হেসে, কহিলেন বধূ শেষে;
শুনুন স্বামী, সুরুজ যে আমার হৃদয়ের মহাদেব।