মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
ঐ নামিল ঢল,
কোথায় ওরে বন্ধু সকল
বল খেলিব চল।।


মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
ঐ নামিল ঢল,
বর্ষা তলে তরাস ভুলে
হর্ষে মাতি চল।।


মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
মেঘ হল যে ছেদা,
বর্ষা জলে খেলে খেলে
গায়ে লাগল কাদা।।


মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
মেঘ নামাল বান,
গায়ের কাদা ধৌতে সবাই
নদে করি স্নাণ।।


মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
মেঘের বাড়ি কই,
মেঘ পালালে আমরা ক্যামনে
করবরে হই চই।।


মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
মেঘ পালালো তাই,
হইহুল্লোড় সাঙ্গ করে
সবাই বাড়ি যাই।।