ওগো প্রেয়সী !
তুমি মোর প্রাণের আলো
তব সুর সারা জাগালো-
মাম,
তাইতো তুমি হীনা
কাটতে চায়না
একটি বেলাও
একদম।
তোমার ঐ সুরের মোরছনা,
দূরকরে দেয় মম মনের-
সকল মর্মবেদনা।
ও প্রেয়সী !
অভিমান করে-
কখনও যেন দূরে যেওনা,
তাহলে কিন্তু সত্যিই মরে যাব
তোমায় ছাড়া বাঁচবনা।