তোমার ঐ দৈহিক তটে
ঢেউহীন রেশম জলে
যে শ্বেতপদ্ম ফুটিয়াছে,
অবিকল উদ্ভিদের বাকল
যেন দিন দিন বেড়ে উঠে।
আজও রচিতে পারিনাই
আমি কিঞ্চিৎ কাব্য
সে কমল পাঁপড়ি জুগলে।
শ্বেতশুভ্র ও পদ্ম যতই
বড় হয় ততই ডুবে যায়
ঐ জলে বসনাধারে।
অনন্ত চাঁদ যদ্রুপ
লুকিয়ে যায় মেঘের আড়ালে,
অতঃপর বার বার
তাকিয়ে রয় সে মেঘোটিলার
ভাঁজে ভাঁজে।
শ্বেতকমল, ওযে চাঁদেরি মত!
এখনও ঊকি মারে,
মাঝে মাঝে;
সে রেশম জলের
স্রোতের ফাঁকে ফাঁকে।
বুঝি আমাকেই ডাকে
তোমার মনের আড়ালে,
শুধু তুমিই বুঝলেনা
কাছে টানলেনা
ভালবেসে এই আমাকে..!