(মুঃঅবৃ)


ভালবাসার চারণভূমেই
নিরন্তর আমি চষে চলেছি ভালবাসাকে।
কখনও দেখা মেলেনা, হয়-তো এখনও
আছে সে বিভোর ঘুমে।


ভালবাসার চারণভূমেই
মেলেছিল ডানা যে পুষ্পিত অলি
এনেছিল সুরের ধারা, ভালবাসার মন্ত্রবুলি
ছুঁয়েছিল এ মনোপ্রাণ; তা হয়তো
মনোভ্রমে কিংবা ভুলক্রমে।
সে'সবি কি ভুল,
বলেছিলে যা এই অধরে চুমে চুমে ?


ভালবাসার চারণভূমেই
নিত্য ফোটাতে চাই যেই প্রেমের কলি,
মনোচ্ছ্বাসে সদানন্দে।
প্রত্যাশিত ফুল নয়, আগাছা হয়েই
জেগে উঠে বারংবার এই বক্ষ চিড়ে;
হয়তোবা তা মনোভ্রমে কিংবা ভুলক্রমে।
তবে কি সব-ই ভুল,
বলেছিলে যা এই অধরে চুমে চুমে ?