আটপৌরে কাল এভাবেই শেষ হয়ে যায়।
ঘন বর্ষণ স্নাত রাত এভাবেই ভোর হয়।
গোধূলি সন্ধ্যার ছাই রঙা মেঘ কিছুতেই আমার সঙ্গী হয় না আর।
বৃষ্টি স্নাত সবুজের সমারোহ দৃষ্টির অগোচরেই যায় থেকে।
হঠাৎ দুপুরের কোন পথভোলা শালিকের হতভম্ব দৃষ্টি-
আর স্পর্শ করে না ভালো লাগার কার্নিশ।
চেনা আমি থেকে থেকে এভাবেই নিজেরই কাছে বড্ড অচেনা।
টবের ছোট্ট চারা গাছটিতে নতুন পাতার আবির্ভাবে
দৃষ্টি আর বিমুগ্ধ হয় না।
পাতার ফাঁকে সূর্যের লুকোচুরি খেলার সঙ্গী মন
হঠাৎ বড় নিরুচ্চার নিরুত্তাপ।
প্রিয় ঋতু বর্ষা অভিমানে ঝর ঝর সারাদিন ভর-
কেমন থমকে থমকে কদম ফুলের কানাকানি।
এ যেন অন্য রকম বর্ষা যাপন
নিজের সাথে নিজের আটপৌরে সাতকাহন।