বেঁচে কী লাভ,জীবনের শেষ অব্দী গিয়ে
প্রিয় চুম্বনহীন এ- জোড়া ঠোঁট নিয়ে,
সুখ,সেও বেশী কিছু নয়
চলে যাওয়া পিছুটান,চলে গেছে যেই
নেই তাই  আর কিছু হারানোর ভয়।


বুকের ভেতরে রাখা যা,তা এক ভাঙ্গাচোরা মন
এর বেশী কী প্রয়োজন
যে টুকু পেয়েছিলাম তার,আধেক ছিলো বুঝি ভুল
আধেক ছিলোতো স্বপন।


জোড়াতালি দিয়ে চালানো যেতো তা -চলছিলো যা
তবে তাতে নেই সুখটার লেশ
তাই,যেটুকু ছিলো বাকী,অনাদায়ী ভেবে রাখি
হিসেবটা হয়ে গেছে শেষ।