পৃথিবীর অনেক সুন্দর আর ভয়ংকর এক সুবাস, আগরবাতি।।
একদিন সেই সুবাসে আমিও মিলবো,
তারই প্রতীক্ষায় আছি দিবা রাতি।।
জীবনে সহজে মাখিনি সুগন্ধি আতর
কিন্তু সে যাত্রায় কত সুবাস, গন্ধে করবে বিভোর।।


শীতের কনকনে রাতে ভয়ে করিনা ওজু
কিভাবে সবাই যত্ন করে শুইয়ে দিবে করিয়ে সাজুগুজু।।
ইশ, কি ঠান্ডা, শোন, সবাই শোন, যেওনা একা ফেলে,
কে আর শুনে আমার কথা, যাবে সবাই চলে।।
আচ্ছা বেশ, দিয়ে যাওতো একটা কম্বল,
শুনতে পাচ্ছ, শোন,
জিকির আর সালাত ই আজ তোমার আসল সম্বল।।
আজ এ ছাড়া আর কিছুই নেয়ার যে নেই তোমার বিলাস আর বল।।
আচ্ছা আমার ফ্ল্যাট টার কি হবে? কে সাজাবে?
আমার ওই যে বারান্দার বেলী ফুলের গাছ গুলো তাদের কি হবে?
আমার ওই প্রিয় মানুষ টা কে হলেও সাথে দাও,
খুব ভয় করছে, এখানে যে নেই কেউ।।
শুনছো, শোন, শোন।।।।
কেউ কেনো শুনছোনা, আরে আমি, তোমাদের আমি।।


উফফ্.........
আজ যে আমি শুধুই আত্না,
রুহ্ই যে আমার একমাত্র সত্তা।
আমি না চাইলেও যে এ সাজে সাজতেই হতো একদিন,
তাই মনকে তৈরী করে নেয়াই ভালো দিন দিন।।