তোমাকে কখনোই খুব একটা মনে পড়েনা
নিজের আমিত্ব কে নিয়ে খুব শান্তিতে আছি,
এই আমি,
শুধু শাহবাগের সেই কয়েক মিনিটের রাস্তায়......
শুভ্র আর মনকাড়া সেই ফুলের দোকান গুলোর পাশ দিয়ে গেলেই খুঁজে পাই,স্নিগ্ধ সুবাসে মিশে আছো তুমি।।


আচ্ছা ফুলের সংজ্ঞা টা আমার কাছে এমন কেন???
ফুল এত ভালোবাসার, তবুও কেন নিজ হাতে তা নিজের জন্য কিনতে ইচ্ছে হয়না??
মনে হয় খুব প্রিয় কেউ হঠাৎ করে এসে বলুক,
আঁখি দু'টো একটু বন্ধ কর, আঁখি খুলতেই দেখবো আমার সব ভালোবাসার ফুল।।।।


নিজ হাতে নিজের জন্য নেয়া ফুল শুধুই কিছু রঙ আর পাপড়ি আমার কাছে,
সেই মনের আকাশের প্রিয় ভালোবাসার মানুষের দেয়া ফুল হল,
স্বর্গ থেকে আনা শুভ্র সুবাস।।।


আমি স্বপ্ন দেখি, একদিন এমনি কেউ আসবে,
এক গুচ্ছ শুভ্র বেলীর মালা আমার খোঁপায় জড়াবে।।।


সত্যিই বলছি, স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ছাড়া পাইনি আর কোন ফুল,
তবু হয়তো খুঁজে পেয়ে যাবো সেই তোমায়, সাথে সেই ফুল, সেই আশায় থাকলাম আকুল।।


যদি এমন রুপকথার কাউকে না পাই খুঁজে, একটা জনম না হয় কাটিয়ে দিবো তার আশায়,
যে আমার মত আবেগ নিয়ে ভাসবে আমার ভালোবাসায়।।