বিশ্বে একটিমাত্র দেশই কি
যার আছে আত্নরক্ষার পূর্ন অধিকার?


ফিলিস্তিনে মানুষ নেই, ওরা অধঃস্তন
প্রেসক্রিপশন লিখে দেবে মানবতার দুর্য্যোধন
বটিকা সেবনে ধুঁকে ধুঁকে বেঁচে থাকে আত্নরক্ষার অধিকারহীন নিরঞ্জন
নিষ্পেষন আর নির্য্যাতন চিরস্থায়ী বন্দোবস্ত নিল বন্ধু স্বজন।


দুর্য্যোধনের পতন আছে, অবেলায় থাকবেনা বন্ধু স্বজন
সেদিন গগন নিনাদে আর্ত চিৎকারে কেউ আর গাইবেনা ভজন
চিরস্থায়ী বন্ধুরা নূতন সুরে গাইবে সুললিত কণ্ঠে স্তবগান
যে যাহা করোরে বন্ধু, নিজ কপালে এসে ধরা দেবে ক্রুদ্ধ ভগবান।।