বেপরোয়া সময়,
এ জগতে, দ্রুত অপসৃয়মান ক্ষণিকে
চোখের পলকে, ক্ষিপ্র দমকে;
সুখ-দুঃখ! দাঁড়ায় না কভু থমকে,
আনন্দ বিহার গমকে, উড়ে চলে যায় চমকে,
বেপরোয়া সময় বলকে,
চলে যায়, এক নিশীথ তারার ঝলকে।


স্নেহ-ভালোবাসা গরবে, মমতা ও প্রেম পরবে,
দৃপ্ত আবেগে, কাছে এসে যায় সরবে,
আবার, দূরে চলে যায় নীরবে;
দুরন্ত সময়, থেমে থাকে নাই এ ভুবনে,
উড়ে চলে গেছে স্বপনে
বেপরোয়া সময়, উড়ে চলে যায় পবনে।


জীবন, ততটা সহজ ছিল না ভুলোকে
সংগ্রাম ছিল দ্যুলোকে, সময় যায়নি পুলকে,  
ঝড়, ঝঞ্ঝা, বিপদ এসেছে গমকে,
দুর্যোগ, দুর্দশা,বিপর্যয় এসেছে লখে-অলখে,  
ভাবিনি সময় এত বেপরোয়া ধমকে,
উড়ে চলে যাবে গোলকে।

কখনো, প্রদীপের আলো, ঝলমলে এসেছে গগনে,
আবার, নিভেছে প্রদীপ, আঁধার নেমেছে নয়নে,
কখনো, দিগন্ত জোড়া তিমির অনলে
দীর্ঘ রজনী, প্লাবিত হয়েছে নোনা অশ্রুজলে,  
আবার, আলোক আভায় সুখ এসেছে উপলে
জানিনি, সময় বড়ই বেপরোয়া, উছৃংখল এই অখিলে।


সময়ের এই পলে,
ভেবে দেখা যায়, হিসেব মিলানো ছলে, নিশীথ কলরোলে কতটা সময়, উড়ে গেছে চলে, অযথা বিফলে জলে
কতটা সময়, হাতে হাত ধরে, হেঁটে চলেছিনু ভূতলে, বন্ধু স্বজন দলে
কতটা সময়, উছলে উঠেছে প্রাণ সফলতার ছলে, আনন্দ কল্লোলে
কতটা সময়, গুমরে উঠেছে ভ্রমর, বিবেকের দংশনে
বেপরোয়া সময়, দ্রুত ধাবমান, সীমানার দিকে, সরল সন্তরণে।


ক্ষণিক দাঁড়াও পথিক,
হয়নি ক অবশেষ, সময় অনিমেষ সর্বোপরি
এবেলায় এসো, হাত ধরে ধরে চলি, দুঃখ-বেদন দলি  
চেয়ে দেখি কত নিকষ, এই ফুলেল জীবন কলি
হাতছানি দিয়ে ডাকছে গগনে, নিত্য নূতন অলি
জুড়াই জীবন, হাসি-আনন্দে ভরি
বেপরোয়া এই সময়কে চলো, হাতের মুঠোয় ধরি,
উড়াই ভ্রমর দিগন্তে অনুরণী।।


Reckless time


Reckless time,
In this world, vanquishes to the moment’s wishes
In the blink of an eye, In a quick breath fly
Happiness and sorrows! Never wait for morrows
Joy, Pleasure, delight; goes away in flight,
The reckless time,
Gone in the twinkling stars tide.


Love, affection in pride, Compassion, amour in tide
With strong emotion, Comes in close vision
Again, goes away in silent session
Tough time, never stops in this world sublime
Fly away in a dream
Reckless time, flies away in the wind.


Life was not easy in this Globe
The struggle was there in this earth, Time was not always mirth
Storms, Hurricanes, Dangers have come as fret,
Disasters, Calamities, Upheaval as threat
I didn't think time in such a reckless volition,
Will fly away in admonition.


Sometimes, the light of a lamp shone in the sky,
Again, the lamp went away, the darkness invaded the eye,
Sometimes, the horizon was covered with dark fire
Long night, flooded with salty tears,
Again, happiness came in the form of light
I didn’t know, time is so impetuous, frenzied, disorderly in this delight.


At this point of time, One should wonder,
How much time spent, in calculating time, in the night sublime,
How much time has flown away, thrown in water sway,
How much time spent in holding hands, walking on the grounds, with friends and relatives stands.
How many times, Bumblebees became arrogant, stung by conscience
Reckless time, fast running, towards the border, in simple swimming.


Just a moment, O’Passer-by,
It’s not finished, time has not vanished, still to be relished
Come now, let's hold hands, let’s blow away sorrows and grieves in lands
Let’s see how pure this flowery life stands,
calling us to the sky with its hands,
Let’s enjoy our new life foy with full of laughter and joy.
Let’s hold this reckless time in hand, Fly the kite in the Corazon,
Resonating the bumble-bee in the Horizon