আজ চারিদিকে চলছে চরিত্র হননের অভূতপূর্ব খেলা
মেলেছে পৈশাচিক আনন্দের এক অশুভ মেলা
মেডিয়া, রাষ্ট্রযন্ত্র, সামাজিক মাধ্যম পরেছে দুস্মন্ত মুকুট  
হাতে নিয়েছে কলম আর বিধির মন্দ চুরুট।    
এটা মারাত্মক দুষ্কর্ম, ভয়ানক পাপাচার
হত্যার চেয়েও জঘন্য, দুরন্ত অবিচার
দুর্দান্ত অপশক্তি, সমাজে পড়ছে এর স্পষ্ট প্রভাব
কঠোর আঘাতে আঘাতে জর্জরিত করাই এর স্বভাব।
সর্বদাই এই অপপ্রচার অশুভ, অমঙ্গলের বার্তাবহ
অপপ্রচারে সৃষ্টি হয় অন্যায় অবিচারের আবহ
প্রতিবাদের সুযোগ নেই, সমাজ শিরোচ্ছেদের দণ্ড দেয় নির্মোহ
মিথ্যাচারের কবলে অসহনীয় বন্দী জীবন
প্রমাণের সুযোগ রহিত, বয়ে চলে মেডিয়া সন্ত্রাসের কাহন
বয়ে চলে অবিশ্বাস, অনাস্থা আর বিচারহীনতার অস্থির প্লাবন।।