আমার "নফসে" (نَفْس) আজ প্রবহমান সীমাহীন আলোড়ন,
"নাফসে আম্মারা" খঞ্জর হাতে করছে আন্দোলন,  
মন্দ উস্কানিতে অশুভ ভাবের ঘটছে জাগরণ,
এ যেন, নিয়ত কুকর্মের প্ররোচনার উতরোল,
অবিন্যস্ত মন্দ তরবারির, চলছে বিতরণ,
নগ্ন হয়ে করতে চায় অস্থিরতার বিস্ফোরণ।


আমার "নাফসে লাওয়ামা" এখন করছে কোন্দল,
বিবেক আমার সতর্ক প্রহরী, বিষণ্ণ পাথর জগদ্দল,
অনুতাপের (তাওবা) সীমানায় খুঁজছে পথ, দিতে চায় বিসর্জন,
অস্থিরতায় আমি হারাচ্ছি সুপথ, "আম্মারা" করতে চায় গর্জন,
সীমানায় দাঁড়িয়ে ক্রন্দসী "নাফস" কামে বর্জন,
দুনিয়ার প্রান্তরে সওগাত আমার অর্জন,
শেষ দিবসে মাগফিরাত লক্ষ্য হোক, নিরঞ্জন।।


"নাফসে মুতমাইন্না" চায় প্রশান্তি, সম্মোহন,
অতলান্তিক সাগরের প্রান্তে দাঁড়িয়ে ভাবছি, চক্ষু করে উন্মীলন,
কোথায় পাবো সুস্থির সময়, নিরন্তর,
হে, পরমেশ্বর!!


Conflict of Nafs


My "nafs" (نَفْس) today in boundless agitation,
"Nafse Ammara" with dagger in hand, in stimulation;
Evil is awakening in instigation,
As if to provoke evil intentions,
Undeterred evil swords, ongoing distribution,
Wants to be naked to explode instability & tribulation.


My "Nafse Lawama" is in quarrels now,
Conscience is my watchful bow, the gloomy stone world vow,
Looking for a way to the border of repentance awe, giving up now,
In instability I am losing the right path, "Ammara" wants to roar owe,
Crying "Nafs"  standing on the border wants vow,
My achievement in the wilderness of the world, glow,
May Maghfirat be the goal on the last day, flow.


"Nafse Mutmainna" wants peace, hypnosis,
Standing on the edge of the Atlantic Ocean, thinking, unveiling,
Where to find stable time, constant,
Oh my God !!