হে মানবতা, মনুষ্যত্ব হারিয়ে ভালবেসেছ দানবতা,  
হারিয়ে প্রেম-প্রীতি-ভালোবাসা, আদর-সোহাগ-পুলকতা,
আর্তনাদে, মানবের অন্তরে থাকা অফুরান স্নেহ-মমতা,
দিবালোকে স্ফুরিত, আজ এ কি ভয়াবহ নিষ্ঠুরতা?
আঘাতে আঘাতে উদ্ভাসিত সীমাহীন নির্দয়তা;
হারিয়ে চিন্তা-চেতনা, বিচার-বিবেচনা, ন্যায়নীতি সাধুতা,
কষাঘাতে শুধুই পাশবিকতা, উৎকর্ষিত রাক্ষুসে নির্মমতা;
উন্মুক্ত প্রান্তরে প্রতিভাত অন্তহীন ভয়াবহ উচ্ছৃঙ্খলতা,
উন্মীলিত বর্বর, পাষাণ হৃদয়ের নির্বিবেক ক্ষমতা,
অন্তরে বাসা বেঁধে থাকা, হিমালয়সম পাশবিকতা,
লজ্জায় আজ, আইনের শাসন, বিধি বিধানের বিধ্বস্ততা,
অধবোধিত মুক্তির প্রসন্নতা, পরাজিত স্বাধীনতা।।      


Cruel humanity


O mankind, By losing humanity, fallen in love with monstrosity,
Ruined love, affection, caress, delight & dignity,
Howling, the inexhaustible love & affection in the human intellectuality,
In bright daylight, Dancing what a horrible cruelty?
The boundless ruthlessness manifested in traumatic anxiety;
Lost Consciousness, Judgment, Righteousness, agility,
Staging brutality only brutality, in the exaggerated monster ferocity;
Endless horror in open wilderness, singing perversity,
Ruthless power of vandalism, expressed in unconscious barbarity;
Manifested, Nestled atrocity in the heart, Himalayan brutality,
Shame on you today, the rule of law is in abrogaty;
Dilapidated happiness of sublime freedom, defeated national liberty.