বাবার কোলে কেন নিহত শিশুর লাশ?
স্তব্ধ সভ্যতার নিঃশ্বাস,
অবিরত প্রবাহে, আহত বাবার বেদনার্ত দীর্ঘশ্বাস,
নিরন্তর উদ্বাহে, শোকার্ত মায়ের বিষণ্ণ আর্তনাদ,
কি ছিল তার অপরাধ? এই প্রশ্ন সমাজে অবাধ,
মানবতার আঁচলে প্রচ্ছন্ন অনিরুদ্ধ নীরব প্রতিবাদ।  


স্বজনের ক্রন্দনে আর্দ্র মেঘলা আকাশ,  
সমাজের আহাজারিতে ক্রুদ্ধ বাতাস,
সন্ত্রাসীরা অস্ত্র হাতে এখনো হাঁটে ঘাটে মাঠে সরবে ফেলছে নিঃশ্বাস,
নিবারণ নেই, নিবর্তন অচেতন আজ, অবক্ষয় নির্বিবাদ,
দিনে দিনে বাড়ছে অপরাধ,
সাম্য চাই, সুবিচার চাই, আর চাইনা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর আবাদ।।


Dead child in father's lap


Why the child killed in the father's lap?
The breath of civilization, stunned in trap;
The sad sigh of the injured father, flowing incessantly,
The mournful howls of a grieving mother, ongoing timelessly;
What was his crime, the question is rampant in the society,
An unspoken silent protest in the realm of humanity.


The cloudy sky is wet, at the cry of community,
The angry wind is upset, at the blubber of the society,
The terrorists are still walking in the field with weapons in their hands, breathing heavily,
There is no restraint, desistance unconscious today, decay undisputed mournfully;
Crime is on the rise, no sagacity,
We want equality, We want justice, No more unwanted death, No more brutality.