অভয় নগরীতে, জেগেছে এক পাল ভয়
সেখানে দিবালোকে হত্যা, আজ হয়েছে মৃত্যুঞ্জয়;  
উত্তম নিমজ্জিত রাক্ষুসে জলে
হরিষে বিষাদ এসেছে এই পলে;  
আত্না হারিয়েছে দেহের মৈত্রী
অকালে কাঁদছে ঐ বকুল শ্রাবন্তি;  
এবেলায়, বাঁকা চাঁদ দন্ডায়মান অশান্ত পিঞ্জরে
মিলন নিয়েছে অশ্ব আস্তাবলে;  
শুঁড়ীর ডাঙ্গায় আগুণের শিখায় জলে শরীর অঙ্গারে
হত্যা নয়, মানুষ আজ সত্যাগ্রহ কামে সংসারে।।


(বিঃ দ্রঃ অভয় নগরী গ্রামে, হরিশপুর স্কুলের সামনে অশান্ত সরকারের সন্তান
উত্তম সরকারকে হত্যা করা হয়। তার স্ত্রী শ্রাবন্তী সরকারের মামলায়,
পুলিশ কর্মকর্তা মিলন কান্তি মণ্ডল অর্ধেন্দু মল্লিককে হাজতে নিয়েছেন।
শুঁড়ীর ডাঙ্গা শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।)  


Demands Justice


In the fearless city, a flock of fear awoke
Murder occurring in broad daylight cloak;
Good governance submerged in demons water
Happiness has been turned into grief batter;
The soul has lost friendship with the body
Crying prematurely that shrift flow melody;
At this time, the crescent standing in the restless cage
Reunion have taken the horse to the stable stage;
The Publican dancing in the flames of fire
People demands justice in the air.