এবেলায় আমি নিদ্রায় আছি সযতনে
দীর্ঘ নিদ্রায় আছি শয়নে, নিশ্চিত অয়নে  
দুশ্চিন্তা নেই, বিতর্ক নেই, ব্যাধি-বেদনা নেই নিদ্রিত নয়নে।  


আহার নেই, বিহার নেই, সংসার নেই, পরিবার-পরিজন নেই নিদ্রিত প্রহরে
চলন স্থগিত, বলন নেই, কাম-ক্রোধ সকলি সমর্পিত নিদ্রার গভীরে
কোভিড নেই, ঝর্না নেই, মুনিয়া নেই, ভীতি নেই, জগত সংসার নেই, সবই বিজারিত নিদ্রার জঠরে।


বক্তৃতা-বিবৃতি নেই, সংবাদ নেই, কলম স্তব্ধ আজ নিদ্রার রমণে
পুলিশ-র‍্যাব নেই, গোয়েন্দা নেই, সরকার নেই, নিদ্রিত সত্যের নহরে
শ্রবণ নেই, অহং নেই, ধর্ম নেই, রাজনীতি নেই নিদ্রিত প্রাণের গহনে।  


নিদ্রা তবুও মৃত্যু নয়, মৃত্যুর সন্নিকটে, নিদ্রার প্রথম প্রহরে  
অতিক্রান্ত অপেক্ষমাণ সময়, কখন জাগরণ ঘটে বিবেকের দহনে
জেগে উঠার অপেক্ষায় আমার দীর্ঘ নিদ্রা, এক বিপ্লব অবচেতনে।।