হে মানুষ,তোমরা লিখে রাখো এক মহাকাব্য,
লিখে রাখো, অদ্ভুত এই সময়ের গীতি-আলেখ্য;  
যেথায়, ইতস্ততঃ, সুর-সঙ্গীত প্রবহমান অবিশ্বাস্য,  
দিনে দিনে, এই মহাবিশ্ব হয়ে উঠছে প্রতিবন্ধীদের এক মহা-রাষ্ট্র;
বুদ্ধি প্রতিবন্ধীরা বুদ্ধিকামে, বুদ্ধিজীবির কাছে, হয়ে নিঃস্ব,
ভগবান এই বুঝি নিয়তির ইতি, অদৃষ্ট; সম্পর্কটা গুরু-শিষ্য।  
দেবতার কাছে বুদ্ধিকামে আজ এক যবন মহা ম্লেচ্ছ,
সুমুখে দণ্ডায়মান নিত্যয় নতুন দৃশ্য;
বুদ্ধিহীনের সংসারে, সদা বাসে এক পোষ্য,
দেবতার বর পেয়ে এই অস্পৃশ্য,
বুদ্ধি প্রতিবন্দি হয়ে উঠে বুদ্ধিজীবির শীর্ষ;
ধন্য যৌবন তার পেয়ে এপোলোর মহাস্পর্শ, সম্পর্কটা গুরুশিষ্য।।


Disabled seek wisdom


O men, write down an epic of the mime,
The lyrics of a strange time,
Flowing melody incredibly sublime;
Universe has become a super-state of the disable's hymn,
People with intellectual disabilities seek wisdom in rhyme;
Being destitute, seek Cognition from Intellects dime,
O'God! Is this the ultimate destiny, it's no crime;
The relationship is Guru to disciple prime.
Untouchable seek wisdom from overlord,
New scene standing forward;
In the world of the fools, a pet lives onward,
A profane receiving godly reward,
Intellectually disabled obtain top of the intellectuals' award,
The youth which has been flowered;
By Apollo Bayard, at the time honoured,
The relationship is Guru to disciple being towered.