সময় এখন এগিয়ে চলেছে ছলে বলে আর কৌশলে
উন্নাসী, দাম্ভিক, উদ্ধত আর অহংকারীদের মৌরসে
স্কন্ধে চেপেছে পৃথ্বী, যুদ্ধাস্ত্র আর মারণাস্ত্রের পৌরুষে
গ্রীষ্ম, বরষা, শরত, হেমন্ত সবই গিয়েছে জৌলুষে।


আরব বসন্তে কেঁপে উঠেছিলো ধরা বু-আযিযের সৌরভে
বিপ্লব এসে ঘর বেধেছিল আরব জাতির ঔরশে
কেঁপে উঠেছিলো মোবারকের শক্ত আসন কৌলুশে
খান খান রবে ভেংগে পড়েছিলো গাদ্দাফি এক ভৈরবে।


শীতের ক্লান্তিতে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছে বীর রৌদুসে
জীবনের ভয়ে পালিয়েছে লেবাননী তাজ সাদ হারিরী কৈলাসে
রক্তিমাভায় মলিন সিরিয়া, বাশার আসাদ, আজো গায় গান উল্লাসে
আরবের বুকে হানাহানি করে সালমান তনয়, কাঁপিয়ে তুলেছে সৌদিরে।


আমেরিকার সেই দুষ্ট বুড়ো ডোনাল্ড ট্রাম্প, সৃষ্টিরে রাখে তৈরাসে
কোরিয়ার ঐ বটু আর মটূ কিম জং উন ঘাড় ধরে টানে পৈশাচে
হাসছে রাশিয়ার রাশ পুটিনে, ঢিলটি ছুড়েছে মৌচাকে
বিপ্লব দ্রুত এগিয়ে আসছে, পৌঁছাবে কি আগামী বৈশাখে।।