সমাজের মানুষ যখন হারায় পরিবেশ,
মূল্যবোধ গুপ্ত হয়, চর্চিত হয় ভীতির অফুরন্ত আবেশ
গণতন্ত্র লুপ্ত হয়, সন্ত্রাসীরা চাবায় সন্দেশ
বিচারকের আত্নারা, হাহাকারে হারায় উদ্দেশ
অশুভ, সন্তরণে বিতরণে বিদ্বেষ
অসুর, বিচরণে বিকায় অবিশ্বাস অশেষ  
অসৎ, মদমত্ত আচরণে পায় সম্মান বিশেষ
ক্ষমতার অন্তরে দুষ্টচক্র তখন, ধরে সন্যাসীর বেশ!


চক্রান্তের কীলক নেড়ে তৈরী করে অশান্ত পরিবেশ  
নীতিবোধ, বিচার আর ধর্মবোধ নিস্তব্ধ যাত্রায় হারায় আবেশ
রাতের আঁধারে, শয়তানের দোসর, খুঁজে ফেরে মিষ্টান্ন সন্দেশ  
গান্ধীর ছাগল ঠিকানা হারায়, মনুষ্যত্ত্ব ব্যাঘ্র উদরে খুঁজে জীবনের উদ্দেশ
বিবেক উড়াউড়ি করে সমাজের দোরে, স্থাপিত হয় বিদ্বেষ
অগ্নিশিখা প্রজ্জ্বলিত হয়, অগ্ন্যুৎপাতে ধ্বংস হয় সমাজ, আত্না হয় নি:শেষ!


The act of nefarious circle


When people in society lose the environment,
Values ​​are hidden, endless obsession of fear is practiced
Democracy is lost, terrorists chew the message
The souls of the judges lose purpose in wailing
Evils, distribute hatred, Swimming in Society
Devils, sale endless disbelief wandering in Community
Dishonest, Drunken, Characterless, get special respect
The Nefariuos circle sitting within the heart of power, As if Monk in guise!


The turbulent environment created by shaking the wedge of the plot
Principle, Justice and religion in a quiet journey loses its sense, become perplexed
In the darkness of night, Satan's accomplices, Find out the sweet message
Gandhi's Goat loses address, Humanity finds purpose of life in the Tiger's belly
Conscience is blown away and hatred is established in the society
The Flames are ignited, the Society is destroyed by the eruption, The soul fly to eternity!