প্রকম্পিত জনপদ, ধোঁয়ার কুণ্ডলীতে কৃষ্ণকায় আকাশ,
ঝাপসা বাতাস, ভারাক্রান্ত জীবনের আশ্বাস,
আর্তনাদে নিষ্পেষিত নিরুপায় অস্তিত্বের নিঃশ্বাস;
রক্তের ঝরনায় মগ্ন মৃত্তিকা নিবাস;
এদিক, সেদিক, পলাতক আবাস,
ছুটোছুটি অযথা আস্ফালন করে কৃত্তিবাস,
হিমশীতল শরীর, নিদ্রিত সেবাদাস।


দুর্ঘটনারা নীরবে নিভৃতে চলে জলে-স্থলে,
অকস্মাৎ পশ্চাৎ থেকে, দাঁড়ায় সুমুখে, ছলে বলে, কৌশলে;
নিষ্ঠুরতার পলে, অঙ্গার দলনে; জীবন প্রজ্বলিত অনলে;
দুর্যোগ মোকাবেলায় চাই প্রস্তুতি প্রতি পলে পলে,
জনতার সাহায্য চাই, রক্ত চাই, দান করুন দলে দলে।।


Explosion


Trembled locality, black sky in a coil of smoke,
Fuzzy winds, Assurance of life burdened by croak;
The breath of helpless existence crushed by the cry;
Soil dwelling submerged in a fountain of blood in the nigh;
Here and there, fugitive habitat,
The king unnecessarily boasting brat;
Soothing body, sleeping servant by the pat.


Accidents go silently into the water, air or ground,
Suddenly from behind, deceitfully, confound;
In the midst of cruelty, in the embers; life while blazing in fire,
Disaster preparedness needed at every hour,
Need help from people, need blood, donate with power.