"অশুভ" শুনিনি এমন কথা কখনো,
"খারাপ" কাহাকে বলে জানিনা যে এখনো,
"খারাপ" শব্দ ভালো,
আলোহীন অন্তরে আঁধার মাখানো;
এখানে চারিদিকে আমার, "সত্য" করে বিচরণ,
"সততা" প্রকাশ করে আচরণ,
এখানে "বিশ্বাস" জীবন্ত, নিয়ত করে সন্তরণ,
"অসাধু" অন্তর এখানে কভু হয়না বিতরণ,
শুধু "শব্দের" আলাপনে অর্থ করে অনুরণন;
শৈল্পিক আচার এখানে প্রতিদিন করা হয় অনুসরণ।


Faith is alive here


Never heard of ominous clad,
I don't know yet, what is "bad"?
The word "bad" is good, but "badness" is sad!
Darkens the lightless heart into red;
"Truth" wanders here, surrounding my facade,
Behaviour that expresses "honesty",
Here "faith" is alive, constantly swimming, politely
"Dishonest" hearts are never distributed slightly,
"Words" in conversation resonate rightly
Artistic rituals are followed here daily.