ভগবান তুমি চলেছ কোন পথে,
বিশ্ব এখন পতাকা লাগিয়ে নথে,
উড়ে চলেছে এক পুতিন সেনার রথে,
যুদ্ধ যুদ্ধ দামামা মেলায় তুমি আজ পড়েছ কি বিপদে?
তোমার শক্তি, তোমার ক্রান্তি, তোমার সান্ত্রী শপথে  
চূড়ান্ত পতাকা হাতে, প্রদীপের আলোয় চলেছ কোন পথে?


ইস্টারে, লাল মোমবাতি জ্বালিয়ে হাতে,
শ্বেত শুভ্র কামিজ বর্ণে, নীল পোশাক আবৃতে,
যাজক মাগিছে যুদ্ধাবসান, আজি এ দীপ্ত প্রাতে,
কার জানা আছে, পুতিনের আশা, নীরব ভাষার তাতে,
যুদ্ধে যুদ্ধে ধ্বংসের ফাঁকে, মানবতা ধুঁকে ধুঁকে রক্তিমাভ আঁকে,
ভগবান তুমি, পতাকা হাতে, দাঁড়িয়েছ কোন পথে?


ভগবান তুমি চলেছ এ কোন রঙিন পথে?
ফিলিস্তিনে শতাব্দীর মানবাঘাতে, আরব ইহুদি সংঘাতে,
সিরিয়া জুড়ে, যুদ্ধে যুদ্ধে, বিপর্য্যস্ত বর্বর অস্ত্রাঘাতে,
লেবানন, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, লিবিয়া জুড়ে বিগ্রহ চলছে নির্বিবাদে,
সভ্যতা আজ এ কোন শকটে, অর্থনীতির নাভিশ্বাস জাগছে নিদ্রাহীন প্রকটে,
ভগবান তোমার লীলা বোঝা দায়, তুমি পতাকা হাতে চলেছ এ কোন রঙিন পথে?          


God's road


God which road you have taken?
The world, clipping a war flag in the nose,
Flying in a Putin military chariot,
Are you in a puzzle today in the war drumming fair?
By your power, your authority, your mighty obligation,
Now standing, the flag in hand, which road you have taken?


God, at which road ending you are standing?
At Easter, holding a red candle,
In a white shirt, in a blue robe,
The priest asked for an end to the war.
Who knows, Putin's hope, in silent language,
In the midst of war and destruction,
Humanity painting gigantic sanguinationes,
God, you, holding the flag in hand, at which road ending you are standing?


God, at which colourful path you are walking?
Ongoing Centuries genocide in Palestine, in Arab-Jewish conflict,
Across Syria in war, crushing with barbaric weapons,
Conflict continues unabated across Lebanon, Yemen, Somalia, Ethiopia, Libya,
Civilization today is in a state of shock,
The world economy is passing a sleepless state,
It is difficult to understand your pastime,
God, with the flag in hand, at which colourful path you are walking?