মানসিক চাপে আজ পাণ্ডুর জীবনটা
আশংকা, আতংকে পাল্টেছে স্বভাবটা
মতামত দেয়া নেই, সমালোচনা করা নেই,
রাজনীতি খোলা নেই, ক্ষমতার মূলা নেই
গান নেই, তান নেই, খেলা নেই, মেলা নেই
শ্লোগান, মিছিল, হরতাল, ভয়তাল সব নেই
কথা বলা বন্ধ, চোখগুলো অন্ধ, স্তব্ধ তানপুরার আওয়াজটা
কানগুলো বন্ধ, হৃদয়েতে দ্বন্দ্ব, মন্দের কোলাহলে ডুবন্ত রাজ্যটা।


ভয়, ভীতি, হুংকারে-ঝংকারে তেতে আছে মেজাজটা
বোবা ধরা লংকায়, দুরন্ত বিত্তের প্রভাবটা
সন্দেহ, উদ্বেগে, অর্থের ক্ষমতায়
তন্দ্রায়, ঝঞ্জায়, দুর্নীতির  ইশারায়
বিষণ্ণ, বাহবলি ক্ষমতার দুরাশায়
নিদ্রিত দুস্বপনে জাতি জাগে নিরাশায়
গুম থেকে ফিরে আসা বাকহীন নির্বোধ মানুষটা  
অসহায় প্রান্তরে জেগে আছে পুরোপুরি সমাজটা।


মুক্তির দিশা নেই, দিগন্তে রেখা নেই
প্রদীপের শিখা নেই, কপালেতে লিখা নেই  
তবুও অন্তরে আশা নিয়ে
জেগে থাকে অনন্ত অবারিত আকাশটা
নীরবে প্রবাহিত মায়াময় বাতাসটা ।।