আমার যোগ্যতা সীমাবদ্ধ, মেধা অবরুদ্ধ;
সুযোগ আমার অধিগম্য, বাহ্যিক উপসর্গ অনিরুদ্ধ,
আমার সক্ষমতা সংকির্ন, দক্ষতা অসামর্থ,
নিজস্ব ভাবনায় আমি বেমানান, অপ্রতুল, অযোগ্য।


আমি অনুপযুক্ত, সৌভাগ্য আমায় দিয়েছে ভালে,
সুযোগ, সুবিধা সর্বদাই দাঁড়িয়ে থাকে আবডালে,  
ত্রুটি বিচ্যুতিতে যন্ত্রণায় আমি উৎকণ্ঠিত,
আমি উদ্বিগ্ন, সহসা সংশয়ে বিচলিত,
সমালোচনায় সংবেদনশীল অতৃপ্ত,
অন্তর্নিহিত ভাবনায় আমি অযোগ্য।


সমাজটা আজ, অযোগ্যদের নিয়ন্ত্রণে
সীমাহীন অদক্ষতার জালে, কপটতার অসীম পালে,
দেশটা চলছে অরক্ষিত ভাবনায় অযোগ্যদের তালে তালে,
অদক্ষতা আর অসততার, বিরামহীন সংযমনে।।  


Incompetent in thoughts


My efficiency is limited, my intellect is restricted;
Opportunities are accessible to me,
Luck always at my side, external factors abide,
My abilities are shallow, my skills are inefficient,


In my own opinion,
I am incapable, inadequate, incompetent.
I'm unfit, good luck has brought me to this level,
Opportunity, convenience always in my navel;
I am tormented by the pain of error & deviation,
I feel anxious, worried, confused, agitated
Sensitive to criticism, living in dissatisfaction
I am incompetent in my innermost thoughts.


Society today is,
Under the control of the incompetents,
In the net of boundless inefficients,
in the infinite nexus of hypocrites,
Dancing to the beat of the incapacitates,
In the unprotected thinkings of impuissants
In relentless restraint of Incompetencies and dishonesties.