অনমনীয় মুদ্রাস্ফীতি চলছে,
বাজারে বাড়ছে জিনিষের দাম,
বুঝতে পারছিনা, এসব কি হচ্ছে?
অর্থশাস্ত্র কোথায়? কেউ কি কিছু বলছে?


অর্থনীতিবিদরা কি নিদ্রায়?
রাজনীতি সুখেই বসে আছে ক্ষমতায়,
আকশচুম্বী হয়েছে ঘর-বাড়ির দাম
ঘর ভাড়া বাড়ছে দ্রুততায়।


তেলের দাম বেড়েছে, বিদ্যুত-গ্যাসের বিল বেড়েছে,
শাক-সবজি, মাছ-মাংস সবকিছুর দাম বেড়েছে,
নাপিতের জন্য গুনতে হচ্ছে বাড়তি মুদ্রা,
বাড়েনি উপার্জন, কেউ কি কিছু শুনেছে?


এদিকে, বামন চিকা খেয়েই যাচ্ছে প্রতিদিন
যাই পাচ্ছে তাই খাচ্ছে বিরতিহীন
ক্ষুধা যেন অন্তহীন, জানেনা ঐ অর্বাচীন
মৃত্যু আসন্ন, সুমুখে সমাসীন।


তবুও মানুষ বাঁচতে চায়,
মস্ত বড় নীল তিমির মত, খেতে চায়
প্রতিদিন গোগ্রাসে গিলছে ১৫ লক্ষ ক্যালরি প্রতীক্ষায়
দুইশত বছর দীর্ঘ পরমায়ু, বসে থাকে মন্দার অপেক্ষায়।।


Inflation


Inflexible inflation continues,
The price of things, rising uninterrupted,
I do not understand, what is happening?
Where is economics? Is anyone saying anything?


Are economists asleep?
Politics is sitting happily in power,
House prices have skyrocketed,
House rents are rising rapidly.


Oil prices have risen, electricity and gas bills have risen,
Prices of vegetables, fish and meat have gone up,
Extra money is being counted for the barber,
Earnings did not increase, did anyone hear anything?


Meanwhile, the Pigmy Shrew is eating incessantly
Eating non-stop whatever is available
Hunger seems to be endless, foolish doesn't know
Death is imminent!


Yet people want to live,
Like a big blue whale, wants to eat all krills
Swallowing 1.5 million calories every day
Waiting two hundred years, for the recession to come.