হায়রে হায়,
আমাদের মত জনগন বুঝি মানুষ?
মানুষ হলে
তার কথায় কেন হাওয়ায় উড়ায় ফানুস
গনতন্ত্রের কথা বলে যারা আকাশে উড়ায় পতাকা
টুটি চেপে ধরে তারা হেফাজতির কোলে আকে বলাকা
হেফাজতিরা মানুষ কি নয়?
তারা কি তবে নাগরিক নয়?
তাদের বন্ধু হওয়া বুঝি নান্দনিক নয়?
মনে রাখো এরাও আমারই ভাষায় কথা বলে
আমার দেশই তাদের শক্তি ঢালে
আমিই তাদের শিক্ষিত করি
তারপর তাদের পদদলে মথিত করি
লজ্জায় আমি অধোবদন, তাদের বন্ধু হতে যারা
আকে বন্ধন
তাদের অস্থি পিষ্ঠ করে আমি করে উঠি রোমন্থন
ধর্মকে ভালবাসে যারা
তাদের নিয়ে যারা করে খেলাধূলা
তাদের রক্তে নেয়ে উঠে আমি জেগে উঠব এক ভোরবেলা!!