আমরা এমন এক বিশ্বে করি বসবাস,
যেখানে সুখ-দুঃখ, ব্যাথা-বেদনা,
প্রেম-প্রীতি, ন্যায়-অন্যায়, বিচার-অবিচার,
হত্যা-রাহাজানি-গুম,  ধর্ষণ-লুণ্ঠন সব একত্রে করে সহবাস
এখানে ক্ষমতা আর অর্থ নিত্য গড়ে আবাস
লোভ-লালসা, অন্যায়-অবিচার প্রতিদিন হাত ধরে করে আমার সর্বনাশ।  


কিন্তু আমরা কি এধরনের বিশ্বে বসবাস করতে চাই?
নাকি গড়তে চাই, পরিণত সুখের সমাজ?
আমরা কি চাই গুম, হত্যা, ধর্ষন, হামলা-মামলা?
আমরা কি চাই, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের বিকাশ?
আমরা কি চাই, সাম্যের নামে দুর্নীতির আবাস?  
এগুলো প্রশ্ন নয়, নিজেই নিজেকে জিজ্ঞাসার প্রকাশ।


না! আমরা এ সমাজ চাইনা, আমরা চাই অসুন্দরের বিনাশ
আমরা এমন একটা বিশ্ব গড়তে চাই,
যেখানে থাকবেনা, গুম-হত্যা, হামলা-মামলা
যেখানে থাকবে না স্বজনপ্রীতি, থাকবে না ব্যাংক লুটের  বিলাস
যে বিশ্বে সাম্য প্রতিষ্ঠিত হবে, সবাই দেখবে একত্রে এক সুন্দর নীলাকাশ
আর সেই সাম্যের পুর্বশর্ত হচ্ছে "ন্যায় বিচার" এর বিকাশ।


সমাজে-সমাজে, দেশে-দেশে
এই "ন্যায়বিচার" প্রতিষ্ঠা পেলেই হবে সাম্যের বিকাশ।
এই "সাম্যের" উপর ভিত্তি করেই আসতে পারে সাধারণ্যের কল্যাণ
সুখ, শান্তি, আনন্দ অম্লান, বিকশিত "গণতান্ত্রিক" প্রতিষ্ঠান  
ন্যায়বিচার হারিয়ে আজ আমরা হারিয়েছি সুখের সুন্দর আকাশ।
ন্যায়বিচার হারিয়ে বিগত হয়েছে সাম্যের সুবাস, গণতন্ত্রের ঘটে গেছে সর্বনাশ।।


যেখানে ন্যায়বিচার নেই, সেখানে সাম্য আসবেনা
আর সাম্য না এলে গনতন্ত্র বাচবেনা,
আর এসকল কিছুর অনুপস্থিতিতে সুখশান্তি আসবেনা,
আসবেনা আনন্দ, চলবে হত্যা-রাহাজানি-গুম
ধর্ষন লুণ্ঠনের হবেনা নিকাশ।।


Justice


We are living in a world, where happiness, sorrow, pain,
Love, Justice, Injustice, Murder-robbery-kidnapping,
Rape-looting all are mating together
All are here to stay side by side, Money & Power
Greed, Lust, every day holding hands of lover,
Causing annihilation shower.


But do we want to live in such a world?
Or we want to build a happy society?
Do we want disappearances, murders, rapes, assaults to be continued?
Do we want establishment of dictatorship in the name of democracy?
Do we want abode of corruption in the name of equality?
These are not questions, but expressions of contemplation.


No! We do not want such society, we want destruction of the ugly
We want to build a world like this,
Where there will be no disappearance, no murder, no assault
Where there will be no kinship, no luxury of bank robbery
In a world where Equality will be established, everyone will see a beautiful blue sky together
And the precondition for that Equality is the establishment of "Justice".


In society, In countries
Equality will only develop if this "Justice" is established.
The welfare of the common men can come only on the basis of this "Equality"
Happiness, Peace, Joy will be unfading, Democratic Institutions flourishing
Dissipating justice today, we have lost the beautiful blue sky of happiness.
Justice lost, fragrance of Equality bereaved, Democracy defeated.


Where there is no Justice, there will be no Equality
Democracy will not survive without Equality,
And in the absence of all this, there will be no happiness,
Murder-robbery-disappearance will continue
Rape and looting will not be eradicated.