ধীরে ধীরে ঝরছে জীবন্ত পাখীদের গান গাওয়া  
এখনো আসেনি শীতের হিমেল হাওয়া
ঘরে বসে কাঁপছে জীর্ন শীর্ন কায়া
বেদনায় মুহ্যমান প্রাণ, হারিয়ে পার্থিব জগতের মায়া
মৃতদের ঠিকানা নেই, কবরে নেমেছে অন্ধকার ছায়া
শবযাত্রায় দূরত্ব নেই, শরীর হয়েছে মৃগয়া
স্বজনের ক্রন্দন নেই, ডেল্টারা আজ বড়ই মরিয়া
কবরে অস্তিত্ব নেই আত্নার, শান্ত সমাহিত দুনিয়া।


প্রশ্ন আজ মুখে মুখে, মনে মনে
আবার জেগে উঠবে সভ্যতা, কোন শুভক্ষণে?
নদিতে বইবে আনন্দের জোয়ার অশান্ত কলরোলে
রাজপথে মিছিলে মিছিল উচকিত গর্জনে
সভা সমাবেশে বক্তাদের আনন্দ শৃঙ্গার, গণতন্ত্রের অর্জনে
সংক্রমণ নিস্তেজ, নিষ্প্রাণ, বিরত হবে আর কত জীবনের বিসর্জনে।।