প্রতিদিন জেগে থেকে আমি
বিনিদ্র রজনী যামী, শয়নে স্বপনে কামী
প্রতি মুহূর্ত, সময়ের প্রশ্ন শানি
একজন চিকিৎসকের ব্যাথা, বেদনা আমি জানি
মনুষ্য শরীর আমার প্রসঙ্গ মানি
সুস্থতার জন্য আমি দায়ী!


কোথায় আত্না, কোথায় মনুষ্যত্ব সেটা কি মানি?
কোথায় বিবেক, কোথায় জীবনের অন্ত কিংবা আদি?
সকল জীবন কি বাঁচাতে পারি আমি?
অনন্ত জীবন কি দিতে পারি আমি?  
নিজেকে শুধাই এই প্রশ্ন বারে বারে আমি।