শান্তি কোথায়? আমি খুঁজে পাচ্ছিনা এই সৃষ্টিতে  
শঙ্কিত, ভীত! অবদমিত দৃষ্টিতে
আশায় আশায় নির্ভর করে, উপবাসী বৃত্তিতে
আমি কখনো জ্বলে উঠি অগ্ন্যুৎপাতে
আবার বরফের মত জমে যাই দ্রাক্ষাতে
বাতাসে বাতাসে সংঘাতে, উড়ে যাই আমি দৃকপাতে
দাঁড়াতে পারি না সংঘাতে, শৃঙ্খলিত ডংকাতে
বলতে পারিনা কুণ্ঠাতে, ঘুমাতে পারিনা শান্তিতে।


বিশ্ব শান্তি!
ঝুলন্ত আজ মার্কিনীদের নিক্তিতে
ইসরায়েলের রণদামামার পংতিতে  
বলসোনারোর উন্মাদনার তন্তুতে,
দুতার্তোর স্বেচ্ছাচারিতার রজ্জুতে
পুতিনের বিষাক্ত পাখীর খুন্তিতে
গোঁড়া ও ক্ষিপ্ত তালেবানির শংকাতে
মায়ানমারে তালমাদোদের ক্রান্তিতে
সুদানে রক্তলিপ্সু অস্ত্রহাতির কংকাতে
আরবের ঐ এম বি এসের ডংকাতে
উন্মত্ত কিম জং ঊনের লংকাতে
ধর্মান্ধ নরেন্দ্র মোদীর ওংকাতে    
বিশ্ব শান্তির ধ্বজাধারী ঐ রনদামামার শক্তিতে


কখন আসবে সময়,
জেগে উঠা ভোরে, সভ্যতা দাঁড়াবে, ঐ সমর শক্তি লংঘিতে?
বিশ্ব মানব, গাইবে, হাসবে সুখ-শান্তির সংগীতে।।


Where is the Peace?


Where is the Peace? I can't find in this creation
Frightened, scared! With a repressed look
Hope depends on hope, on fasting scholarship
I never get burned in a volcano
Again it freezes like ice on the grapes
Conflict in the air, I am washed away in fear
Can't stand in conflict, in chained drums
I can't speak in reluctance, I can't sleep in peace.


World peace!
Hanging on the necks of Americans today
In the ranks of Israel's warlords
In the thread of Balsonaro's insanity,
In Duterte's arbitrariness
In Putin's poisonous bird peg
In fear of the orthodox and furious Taliban
In the Talmud revolution in Myanmar
In Sudan's bloodthirsty armed kangaroo
In the cuelty of MBS in Arabia
in the Craze of Kim Jong Un in North Korea
In the eyes of the fanatical Narendra Modi
In the power of the flag bearer of world peace!
When the time will come?


Waking up in the morning,
civilization will stand, in violation of that war power?
The world will be humane,
Sing and laugh in the music of happiness and peace.