ফিরে যদি তুমি,
আয়নায় দেখো শুধুই তোমার মুখ,
চিত্ত জুড়াবে,
মরুভুমে পাবে, তোমার সর্বসুখ।


বারেক তাকাও ফিরে, দাঁড়ায়ে নত শিরে
চেয়ে দেখো কাছে,
তুমি ছাড়া আরও একটি আকাশ
নিরুপম বাতাস, মানুষও আছে, ভবিশ্য দাঁড়ায়ে কাছে।


সূর্য্য-চন্দ্র হাসে, সর্পিল নৃপতি নাচে
ঐ ডাক হরকরা আজ, শুধুই দীর্ঘ নিঃশ্বাসে,
ডুকরিয়া বিশ্বাসে, ডাকে আশ্বাসে
ঈশ্বর তুমি জেগে থাকো উল্লাসে।  


বয়ে গেছে ঝড়, উড়ে গেছে খড়,
বালিয়াড়ি স্তূপে, নিদ্রায় সুখে, কোথায় চিত্রকর?
গণতন্ত্র মুখে, ফেরিওয়ালা দুখে,
ছলে বলে দোষে, শরীরের কোষে, ক্ষিপ্ত সূত্রধর।


রচিত বিধান, দলিত মথিত, নিশীথ অন্ধকারে
ফিরে ফিরে আসে, পৌষের বাসে,
নীরব নিঃশ্বাসে; পরাজিত ধন, সেদিনের পণ,
সুখ দিতে চায়, নানাবিধ কৌশলে।।  


Looking back


If you go back,
Just look at your face in the mirror,
It will fill the heart,
You will find all your happiness in the desert.


Just look back, keeping head down
Take a look, without you
There is a vast, blue sky, without fear
Peerless wind, microcosm blossom, the future is near.


The sun, the moon smiles, the spiral king dances
The postmen today, just take a deep breath,
Wail aloud in faith, call in assurance
God, you stay awake with blooming endurance.


The storm has blown away, the straw has flown away,
In the mountain, happily asleep, where is the painter?
The face of democracy, crying in sorrows
Guilty of deceit, cells of the body, mad carpenter morrows.


Written provision, corrupted in darkness
Comes back, with smell of time
Violently loosing wealth in bet of the days,
Wants to give happiness, in various ways!!