মসজিদুল আকসার পবিত্র প্রাঙ্গণ,
আবারো রক্তে রঞ্জিত হলো অঙ্গন,
প্রদর্শিত হলো ক্ষমতার পরাক্রম;
মধ্যপ্রাচ্যে ইতিহাস অবিরত করছে ক্রন্দন,
বৈরিতা, অসহিষ্ণুতা, যুদ্ধ-বিগ্রহ করছে স্পন্দন,
ক্ষয়িষ্ণু আজ, শান্তির বাণীবাহক ধর্মের নন্দন।


বারে বারে লঙ্ঘিত মানবতার অঞ্জন,
ফিলিস্তিন এক সাগর রক্তের রঞ্জন,  
লঙ্ঘিত সীমারেখা, ক্ষুব্ধ নিরঞ্জন,
কবে সমাপ্ত হবে শতাব্দীর এই কলঙ্কিত বৈরিতার কুঞ্জন?
জানতে চায় খঞ্জন, কবে শেষ হবে এই রক্তিমাভ প্রবঞ্চন,
কবে শান্তির প্রবাহ হবে সিঞ্চন, লুপ্ত হবে আকিঞ্চন।।


Moaning history


Masjidul Aqsa, the holy terrain
The courtyard stained with blood again & again,
The might demonstrate it's power rain;
History of Middle East continues to moan,
Enmity, intolerance, killing, violence in the lawn,
Decaying today, the messenger of peace, the paradise of religion.


Repeated violations of humanity,
Palestine is a sea of bloody insanity;
Boundaries volatility, The supreme being is in shirty,
When this stigmatized enmity of the century will reach finality?
The bird wants to know when the happy tune will  bring felicity,
When the flow of peace will bring sanity, Indigence will lose it's vanity.