শিখরের চূড়ায় উঠে আবারো শিখর
যেন উঠতে চায় এভারেস্টের উপর
এ কি অদ্ভূত প্রহর,
গুণিতক সংখ্যায় লিখে জীবন নিথর?


তাজিয়া মিছিলে নেই মর্সিয়া ক্রন্দন
ধীরে ধীরে শিথিল হয় স্নেহের বন্ধন
ধরাধামে আজ আর কেউ নেই আপন
মরু প্রান্তরে চলে আখেরি চশম
অশ্রু বারিতে লিখা, নফসি ইয়া নফসি রসম
হে স্রষ্টা! দয়া করো, করো তুমি এ সৃষ্টিরে রহম।।