সমুন্নত রাজপথে উড়ছে মানুষ,
চেতনার অফুরন্ত ভালে
আকাশে বাড়ন্ত সূর্য্য,
উত্থিত আলোর লালে।


এগিয়ে চলেছে দেশ, সুমুখে নেই কোন পরিখা,
ঘরে ঘরে এসেছে আলো, প্রজ্বলিত বিদ্যুতের শিখা
নির্বাপিত করে ভোগের নীলিমা, অদৃষ্টে এনেছি প্রভা
আজ উন্নয়নের মহাসড়কে দেশ, সবই আছে ইতিহাসে লিখা।


অঙ্গীকার করেছি, থাকবেনা গৃহহীন কেউ  
ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশে আসবে, উন্নয়ন সমৃদ্ধির ঢেউ
সীমাহীন আকাশে মেলেছি স্বপনের খৈ  
উন্নয়নের মহাসড়কে দেশ, শক্ত হাতে ধরেছি নায়ের হাল, দেশ চলছে মাভৈ মাভৈ।


শুধু পাখিরা আকাশে নেই, বন্দী সোনার খাঁচায়
কণ্ঠে শব্দ নেই, নিস্তব্ধ ধমনী দাঁড়িয়ে সোনালী মাচায়
বুদ্ধি বৈকল্যে রাজকীয় ব্যাঘ্র, নিদ্রিত চেতনায়
উন্নয়নের মহাসড়কে দেশ, গণতন্ত্র হতদরিদ্র স্বপ্ন রচনায়।।  


On the highway of development


People flying on elevated expressways,
Infinitely good of conscious praise
The rising multiple suns in the skyways
Spreading with brilliant rays
The red of the rising light says
We are dazzling in the milky ways.


The country is moving forward, there is no trench of mutiny
Enlightened house to house, Flames of blazing electricity
Extinguished the blue of enjoyment, brought sanctity
I have ignited the light to destiny
In the highway of development, the country
Everything is written in history.


Promise, there will be no homeless people in dexterity
A wave will come of development and prosperity
People will be free from hunger and poverty
In the boundless sky, I have spread the dream of liberty
In the highway of development, the country
Holding the rudder strong, moving forward the foundry.


Only birds not in the sky, captive in golden cages
There is no sound on the voices on the stages,
The heart stands silent on the platform in phases
Intellectually disabled Royal Bengal Tiger, no outrages
The highway of development, written in black pages
Democracy is writing the dream of the poorest races.