একদা ছিল এই পৃথিবী এক সুখের অরণ্য
কারা যেন রাতের আধারে জন্ম দিল এক দেশ সুরম্য
অন্তরে জ্বলে উঠে আগুনের রেশ
মধ্যপ্রাচ্য ভেঙে দিয়ে ঘরে ঘরে গড়ে একেক দেশ
অস্ত্রের ব্যাবসা জমে উঠে, হয় বিত্তের শেষ
সম্পদ জমে বাহারে বেশ, বাহারে বেশ!


লক্ষ মানুষ জীবন হারায় মূল্যহীন
তাদের রক্তে হিমবাহ বহে অর্থহীন?
ফের শোনা যায় মেঘের ঘনঘটা
আপন বন্ধু শত্রু হয়ে উঠে ভাঙে নীরবতা
কাদের রক্তে বেজে উঠে সেদিন বর্বরতা?


রাসায়নিক অস্ত্রের বাহানায় সাজে রণতরী
ধ্বংস করে দেয় দেশ থেকে দেশ মানবতা হয় দেশান্তরি
ওরা কারা, চেনেনা যারা জানে না যারা
তাদের চোখে আঙ্গুল ঢুকিয়ে আমি হতে চাই কালান্তরি!


এধরাতে ওরাই রাজা, পারমানবিক অস্ত্র পরীক্ষার ছলে
কেড়ে নেয় যারা লক্ষ মানিক
বিশ্বযুদ্ধে তারাই হয়ে উঠে মানব প্রেমিক
গণতন্ত্র মরে আলজিরিয়া, আরব ভূমে
নীলনদের দেশ মিশর, লিবিয়া, সিরিয়া জুড়ে।।


এধরাতে যারা গড়ে আজ অস্ত্র বিপুল
যারাই পাঠায় সকল রসদ আমার দ্বিগুণ
অর্থ বিত্ত দিয়ে তারাই বাড়ায় মরণ ত্রিগুণ
দাসত্বের শৃঙ্খলে বেধে মোরে করে দেয় অন্ধ বামুন;
তাদের জন্যে আমার স্নায়ুতে বহে ঘৃণার আগুন
তাদের অন্ত্রে নেয়ে আমি আজ সিক্ত দারুণ।।
যারা আজ কেড়ে খায় আমার সকল মুখ
সকল শান্তি সর্বসুখ
তাদের বুকে লাথি মেরে আজ আমি পাই মর্ম সুখ
তাদের মাথায় চাটি মেরে
আমি হাসি আজ অট্টহাসির মস্ত দুখ!!