যারা সভ্যতার ভালে একে দিয়েছে, দুরন্ত মুরাল ক্রান্তির
যুদ্ধের দামামা, কাড়া, নাকাড়া বাজিয়ে,
যারা রণসাজে সজ্জিত হয়ে,
সদর্প কণ্ঠে ধমকে চমকে, হুশিয়ারে ভাষা সান্ত্রির
যাদের বন্দুকের নলে, বিনম্র লয়ে,
যাদের বিজলি চমকে, চকিত ভয়ে,
শ্বেত শুভ্র দেয়ালে চিত্র এঁকেছে ক্লান্তির
আত্নারা দেহত্যাগী হয়ে,  
রক্ত আঁকরে দিগন্ত বলয়ে,
আঁধারে ঢেকে দিয়েছে জীবনের সুর শ্রান্তির
মৃত্যুকে যারা দুস্থ করে,
আত্নাকে মলিন করে
জগতে সুর তুলেছে অশান্তির
তারাই পেয়েছেন নোবেল পুরষ্কার শান্তির,
তারাই পেয়েছেন মহানুভবতার পারিতোষিক ভ্রান্তির।


Peace Prize


Those who have,
Drawn great mural of hostility
Playing drums of war in the University
Those who are armed in insanity
Using arrogant voice and create calamity
Use Filthy language of enmity
Received Nobel peace prize in entity!


Those who have,
Taken away souls at gunpoint humbly
Painted a bloody picture on the wall crumbly
Covered the horizon with dark blood in cruelty
Exhausted life playing the music of tragedy
Glorified death & set the world on fire triumphantly
Received Nobel Peace Prize! Nobel becoming cloudy!!