"টুস" করে ফেলে দেবে "অভিরাজ",
সেই আতংক স্বদেশে করছে সহসা বিরাজ,
ক্ষমতার হৃদে থাকা আত্নারা আজ,
অবিরত করছে বিচলিত কণ্ঠে আওয়াজ;
অপদেবতারা নিয়ত বিতরণে শিরনি নেওয়াজ;  
শক্তির ঝংকারে মৃতপ্রায় নিষ্ফলা প্রতিবাদ,
নেই কোন বাঁধ, সংজ্ঞায় বিলুপ্ত অপরাধ;  
দলিত মথিত এক পঙ্কিল সমাজ;
দিগন্তে নেমে এসেছে অধোগামী বিবেকের সাঁঝ,
পলাতক, নিবীর্য্য অধ্যেতা বিহঙ্গের ভাঁজ;  
বিরোধিতা দমনেই নন্দিত উৎপীড়ক শাহবাজ,
অন্তহীন নয় এই ধরণির বর্তমান কুদরতি স্বরাজ;
প্রস্তুত হও সমাজ, অপেক্ষমাণ নিয়তি অধিরাজ,
অদূরে বহমান সুগন্ধি এক দুর্দান্ত ঝড় মমতাজ!!    


Perfume storm


Fearless king threatens to make a sudden throw,
Terror prevailing in the homelands' brow
The souls in the heart of power today,
Devils in disturbed voice sustain to display;
Evil spirits continue to distribute gratuity in the terrain,
Almost dead in the rush of energy, Protests in vain;
There is no impediment, crime extinct in definition;
Smashed, trampled filthy society in seduction;
Twilight of a falling conscience descended on the horizon,
Spineless fellows are fugitive in the dominion;
Falcon is happy to suppress opposition,
The miraculous self-government is not without limitatio;
Be ready society, reigning destiny in desistance,
A great perfume storm is flowing at a distance.