বন্ধু, তুমি বলেছ পদ্মা সেতু,
আমাদের অহংকার,
জাতির উন্নয়নের হুংকার,
স্বপ্নের ঝংকার,
জনতার অলংকার,
গর্ব এবং বিজয়ের শিখর চমৎকার।


বন্ধু, ঝরনার শীতল স্নিগ্ধ জলে ভেজা মন তোমার,
অঞ্জলি ভরা স্নিগ্ধতায়, শুধু দেখে যাও প্রতিবিম্বিত আকার,
কেশবতি নারীর কেশবিন্যাসে, বিকশিত চারুত্ত্ব দেখ কন্যার,
বাতাসে ভেসে আসে ঐশ্বর্য মণ্ডিত সৌন্দর্য্য রম্ভার,
আমরা নন্দিত হই, গরবিত হই রূপে অনন্যার,
আকাশে বিকশিত শৈল্পিক চিত্রের লালিত্যে জাগে সম্ভার,  
গৌরবে মহিমান্বিত হই, আনন্দে উদ্বেলিত হই, বিচ্ছুরিত শোভার,  
থই থই জল প্রান্তরে জেগে উঠে স্বপ্নের সেতু, নদী শীর্ষে পদ্মার।।


Podda Bridge


Friend, you said Podda bridge,
Is our pride,
The roar of national development,
Jingle of dreams,
Ornament of the people,
The excellent peak of pride and victory.


Friend, your mind is soaked in the cool water,
In the softness of the offerings,
You just see at the reflective shape;
In the hairstyles of women,
you see the beauty of your daughter;
The beauty of Goddess Aphrodite floats in the air,
We rejoice, we feel proud,
The treasure awakens in the elegance of the artistic image in the sky,
I am glorified in the fame, I am overwhelmed with joy, I am radiant with name,
From the water, rises the dream bridge on top of the river Padma.