আমরা এক দূষিত বিশ্বে করছি বসবাস,
নিচ্ছি বিষ বাস্পের নিঃশ্বাস,
মাতৃভূমি ফেলছে দীর্ঘশ্বাস,
বাতাসে শুধুই ধোঁয়ার নিষ্কাশ,
পানিতে মনুষ্য আর শিল্প বর্জ্যের ঘটছে প্রাত্যহিক প্রকাশ,  
মৃতপ্রায় বৃক্ষরা ছাড়ছে না অক্সিজেনের প্রশ্বাস।  
বাড়ছে বিশ্বে উত্তাপ-উষ্ণতা, আসছে নাভিশ্বাস  
বরফেরা ছাড়ছে পানির রাশ, আসছে জলোচ্ছ্বাস
গোলমাল-চেঁচামেচি, শব্দের চিৎকারে অবদমিত কর্নের বিশ্বাস
দৃষ্টিশক্তি দিগন্তে হারাচ্ছে বিন্যাস,
জিহ্বাতে বাড়ছে বিস্বাদ, ক্রোধ-জিঘাংসায় আসছে কি সভ্যতার নিকাশ?  
মস্তিষ্ক হারাচ্ছে চিন্তা-ভাবনা, হচ্ছেনা বুদ্ধিমত্তার বিকাশ
বিশ্ব কি হয়ে যাবে বুদ্ধিহীন, মেধাহীন প্রাণীর নিবাস?  
মানুষ কি তবে তৃমাত্রিক মেটা পরলোকে গড়বে আবাস?


Pollution


In a corrupt world, living We're
Breathing poisonous vapour,
Motherland sighs in miserable caper
Continue exhausting fumes-gases in the air,
Human and industrial waste menifested in water,
Dead trees can't breathe out Oxygen in atmosphere.
Global warming is on the rise
Ice is dripping with water, incoming tide
Hearing suppressed by the noise
Eyes losing sight on the horizon poise
Distaste is growing in the tongue, Will Anger & hatred bring end to civilisation?
The brain is losing thoughts, Intelligence getting rotten in fashion
Will the world become the abode of mindless, incompetent creatures?
Will people build a three-dimensional meta afterlife in stratosphere?