বসে থেকে শান দেয়া গদিতে,
ক্ষমতার মদিতে; পারে নাকো সহিতে,
অন্ধের রতিতে, কথামালা ছুটে চলে রুধিতে,
অবাধ্য কন্ঠ, বেড়ে উঠে বোধিতে,
কয় কথা শত্রুরে বধিতে;
শব্দের ফুৎকারে চায় মন হয়ে যেতে মোহিতে,
ফেলে দিতে চায় কেউ, "টুপ" করে উত্তাল নদিতে!
কেউ চায়, "চুবাতে"-জাগাতে-"চুবাতে" জলমাখা অধিতে।


পদ্মার জলে ডুবে, যদি কভু ভেসে উঠে শরিরটা তিথিতে,
সাগরের জলে কভু কি, কেউ চায় চুবিতে?
আকাশের পানে তবু, সব চায় উঠিতে,
কেউ চায় হাসিতে, কেউ চায় কাঁদিতে, কেউ চায় বাঁচিতে,
কেউ কি চায় কভু, জলে ডুবে মরিতে?
শব্দের দণ্ডে, গদি কাঁপে রহিতে!
শান দেয়া গদিটা, নড়ে চড়ে দুলে উঠে চকিতে,
আজ এই ঋতুতে, শব্দের ঝংকারে ঝলমলে উদিতে!!  


Punishment of words


Sitting on a throne, decorated by dominance,
Infatuated in power lens; With spare impatience,
In the love of blindness, the words run to dolores,
Voice in disobedience, growing up to connivance;
Words spoken to slosh the enemy resemblance;
With the words of no significance, the mind wants to be of elegance,
Wants to throw the existence, caste into the river dense;
To dip-unleash-dip under the influence of water fence.


Drowning in the water of the Padma with a sigh!
If ever the body floats up with a big cry!
Does anyone ever want to sink in the water tie, want to get up in the sky,
Some want to laugh, some want to cry, some want to live in the lie;
Does anyone ever want to die by drowning in the neigh?
In the punishment of words by, the throne is trembling in the tie,
The decorated cushion in shy, with the expression swaying in the sly,
Today in this season the words are glowing in the bright sky!!