ইথিওপিয়ায় খুলেছে অশান্তির দুয়ার,
চলছে অনাকাংখিত যুদ্ধের জোয়ার,
"টিগ্রে" হয়েছে এক মৃত্যুর খোয়াড়,
সময় কি এসেছে এবি আহমেদের মাথা নোয়াবার?  
এবেলায় শান্তির কপালে রক্ত তিলক করছে ঝংকার,  
শান্তি পুরষ্কারের ললাটে জুটেছে, বিরল তিরস্কার।


ইথিওপিয়া, আধুনিক মানুষের সূচনা পাহাড়,  
আকসাম সভ্যতার আধার,  
দিনকিনেশ (লুসি) জীবাশ্মের ভাণ্ডার,
এরটা এলে আগ্নেয়গিরির খামার,
ডানাকিল পাদভূমিতে চলে পরিবর্তন লাভার,
শান্তির অবসানে, পুরষ্কারের ললাটে জুটেছে, বিরল তিরস্কার।।


Rare reprimand


The door of unrest is open in Ethiopia,
The tide of unwelcome war is flowing,
"Tigre" has been a death knell,
Is it time for Abbey Ahmed to bow the head?
Blood is dripping down from the fate of peace,
A rare reprimand on the forehead of the Peace Prize.


Ethiopian mountains are the beginnings of modern human,
The base of the Aksam civilization,
Dinkinesh (Lucy's) fossil's treasure,
Erta Ale volcanic farms,
Ongoing Lava change in the footsteps of Danakil depression,
At the end of the peace, on the forehead of the reward, a rare rebuke.