মইনপুরের মইন মিয়াঁর, রত্ন ভরা গর্ভ
ঘাসের ছবি দিয়ে ঝাড়েন, রত্ন প্রভার পর্ব
ঘাসের পাশে সেতুর ছবি, স্বর্ন মাখা স্বর্গ
সাঁকোর বাঁকে, সবুজ বাশের, গোঁড়ায় বাসেন
মইন পুরের গর্ব
সেই খনিতে জন্ম নিয়ে
দিনে দিনে বেড়ে উঠে মইন মিয়ার দৈর্ঘ্য।।


বালুর চরে শুধুই বালু
চোখ মুখ ঢাকতে হয়, দিয়ে রঙিন সালু
মইনপুরের অথৈ নীলে, জন্মে শুধুই আলু
সেই আলুর অন্তর জুড়ে বিপুল ধনরত্ন
সেই রতনে লুকিয়ে আছে, লুট করা সব ফালু
কৃষকের ব্যাংকের পরিচালক
মহিউদ্দিন আলমগির কি মইনপুরের খালু?